দুর্গাপুরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির (৭৫) কে মঙ্গলবার সন্ধ্যায় রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
জনাব আব্দুল কাদির জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অবসর প্রাপ্ত কর্মচারী ছিলেন। ঢাকায় তাঁর ছেলের বাড়ীতে হৃদ যন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। (ইন্নালিল্লাহে ……….. রাজেউন)। মঙ্গলবার সকালে তাঁর নিজবাড়ী নলুয়াপাড়াতে রাস্ট্রীয় মর্যাদায় দাফন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ, ওসি মিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান শাহীনুর আলম সাজু প্রমুখ। মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষন কমিটি, দুর্গাপুর প্রেসক্লাব সহ অন্যান্য প্রতিষ্ঠান শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন