ধর্মঘটে সিলেটে শ্রমিকদের নৈরাজ্য (ভিডিও)
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
সারাদেশের মতো সিলেটেও টানা দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে পরিবহন শ্রমিকদের তথাকথিত কর্মবিরতি। সোমবার সকাল থেকে সিলেটের রাজপথে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা দিচ্ছেন পরিবহন শ্রমিকেরা। নগর জুুড়ে ব্যক্তিগত যান, অ্যাম্বুলেন্স এমনকি রিকশা চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেখা যায় ঐসকল শ্রমিকদের।
অপরদিকে বাস, সিএনজি-চালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে রয়েছেন হাজারো মানুষ।
সিলেটে রোববার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা কর্মবিরতির নামে ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিকরা। ৮ দফা দাবিতে তাদের এ কর্মবিরতির ফলে সিলেটের সড়কগুলো গণপরিবহন শুন্য রয়েছে। সকালে সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কুমারগাঁও টার্মিনালে গিয়ে দেখা গেছে কোনো বাস ছেড়ে যায়নি।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সামছুল হক মানিক মিয়া বলেন, ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যেই তাদের এ কর্মবিরতি। সকাল ৬টা থেকে কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা। কর্মবিরতির ফলে সিলেটের সকল রুটেই বাস চলাচল বন্ধ থাকবে।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রায় ট্রেনই হয়ে উঠেছে ভরসাস্থল। সকালে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসে ছিলো উপচেপড়া ভিড়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা ট্রেনে আসন না পেয়ে ‘স্ট্যান্ডিং’ টিকিট কেটে গন্তব্যে রওয়ানা দেন। একই অবস্থা ছিলো ঢাকাগামী দুটো ট্রেনে।
ভিডিওতে দেখুন…
উৎস- পরিবর্তন