ফরিদপুরে প্রেমের কারনে কলেজ ছাত্রীর আত্মহত্যা
প্রকাশের সময়: ৯:৫৯ অপরাহ্ণ - মঙ্গলবার | ফেব্রুয়ারি ২২, ২০২২
currentnews
নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমঘটিত ব্যাপারে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ওই ছাত্রীর নাম সামান্তা ইসলাম জ্যোতি (১৭)। সে ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রী।
জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের মুদি ব্যবসায়ী সাহেব আলী তার স্ত্রীকে নিয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তার শ্বশুরবাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানিতে বেড়াতে যান। এ সময় বাড়িতে ছিল তার কলেজ পড়ুয়া মেয়ে সামান্তা ইসলাম এবং এসএসসি পরীক্ষার্থী ছেলে সিয়াম। বিকেল চারটার দিকে সামান্তা নিজ কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। প্রেমঘটিত ব্যাপারে এই আত্মহত্যা বলে জানা গেছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে। পারিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।