ফেনীর বিরলী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শীত বস্ত্র বিতরণ
প্রকাশের সময়: ৯:৪৯ অপরাহ্ণ - বুধবার | ফেব্রুয়ারি ২৩, ২০২২
currentnews
শেখ আশিকুন্নবী সজীব, ফেনী প্রতিনিধি :ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বিরলী দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় রোটারী ক্লাব অব ফেনী অপরূপার পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) মাদ্রাসার মোহতামিম মুফতি তৈয়ব সুলতানীর হাতে এতিম শিক্ষার্থীদের জন্য এসব শীত বস্ত্র কম্বল তুলে দেন রোটারী ক্লাব অব ফেনী অপরূপা পিপি মোহাম্মদ সেফায়েত উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মনোয়ার হোসেন শিমুল, দৈনিক অজেয় বাংলা নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁঞা,বন্ধুর বন্ধন ফেনী জেলার সদর কমিটির সভাপতি মো : নুর করিম, সদস্য মো: বাকী বিল্লাহ প্রমুখ।