বেগমগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ৯৮ ব্যাচের পুনর্মিলনী
প্রকাশের সময়: ১:২৯ অপরাহ্ণ - সোমবার | মার্চ ১৪, ২০২২

বেগমগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ৯৮ ব্যাচের পুনর্মিলনী
শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি : ডিপ্লোমা কৃষিবিদ এটিআই ৯৮ ব্যাচের দুই দিনব্যাপী পুনর্মিলনী বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) মিলনায়তনে রোববার (১৩ মার্চ) অনুষ্ঠিত হয়।পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর বিএডিসি এর প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ আজিম উদ্দিন।
ডিপ্লোমা কৃষিবিদ মোঃ আবদুল রায়হান ভূঁইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাগনভূঁঞা ইয়ুথ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ডিঃ কৃষিবিদ আবদুল্লাহ আল মারুফ, সাংবাদিক এম শরীফ ভূঁঞা, সানরাইজ ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক রবিউল আলম মিঠু।
বেগমগঞ্জ এটিআই ৯৮ ব্যাচের অর্ধশতাধিক প্রাক্তন শিক্ষার্থী পরিবার পরিজন নিয়ে স্মৃতিকথন, গান, কবিতা, র্যাফেল ড্র, কৌতুক সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। শেষে অতিথিবৃন্দ স্মৃতিস্মারক ও পুরস্কার বিতরণ করেন।