ভালুকায় বিজয় দিবসের মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
currentnews
আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী, কামিনী ভিটায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উইনার্স সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে ২দিন ব্যাপী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ১৭ ও ১৮ ডিসেম্বর শুক্র ও শনিবার উপজেলার আমতলী, কামিনী ভিটায় ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য, উইনার্স সমাজ কল্যাণ সংঘের সভাপতি সাখাওয়াত হোসেন সৈকতের সার্বিক তত্ত্ববধানে প্রথম দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিরবাড়ী ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি মোঃ আবু সাঈদ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, উদ্বোধক হিসেবে ছিলেন ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ রেজাউল করিম বাবু সরকার, বরেণ্য অতিথি ছিলেন হবিরবাড়ী ইউনিয়নের চেয়ার পদ প্রার্থী হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি আলহাজ মুহাম্মদ রেজাউল করিম রিপন। দ্বিতীয় দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিরবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান মাসুদ, প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক আলহাজ্ব সালাউদ্দিন সরকার, উদ্বোধক হিসেবে ছিলেন হবিরবাড়ী ইউনিয়নের চেয়ার পদ প্রার্থী মাজাহারুল আনোয়ার সোহেল খান, বরেণ্য অতিথি ছিলেন হবিরবাড়ী ইউনিয়নের চেয়ার পদ প্রার্থী হাজী বেলাল ফকির।
২দিন ব্যাপী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ চলচিত্রের নায়ক যুবরাজ খান, নায়িকা কবিতা খানসহ বেতার, টেলিভিশনের তারকা শিল্পী ও স্থানীয় শিল্পীগণ তাদের বিভিন্ন কর্মকান্ড পরিবেশনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আলামিন হোসেন ও শরিফ মন্ডল।