নাটোরের লালপুরে শিক্ষককে গুলি করে হত্যা
কারেন্টনিউজ ডটকমডটবিডি:
নাটোরের লালপুরে দুর্বৃত্তদের গুলিতে কলেজশিক্ষক মোশারফ হোসেন (৪০) নিহত হয়েছেন। তিনি লালপুর উপজেলার মহরকয়া ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা গুলি করে তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।
নিহত মোশারফ হোসেন বাঘা উপজেলার পীরগাছা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লালপুরের মোহরকয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোশারফ হোসেন কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লালপুর-বাঘার সীমান্তবর্তী বাদলিবাড়ি তিনখুটি এলাকায় ছিনতাইকারীরা তার গতিরোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
এসময় মোশারফ বাধা দিলে ছিনতাইকারীরা তাকে গুলি করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মোশারফকে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।