ঢাকায় আসছেন নুসরাত
কারেন্টনিউজ ডটকমডটবিডি: কলকাতার আবেনময়ী নায়িকা নুসরাত জাহান আসছেন বাংলাদেশে। তবে কোনো ছবির জন্য নয়। প্রতিষ্ঠিত একটি কোম্পানির বিজ্ঞাপন চিত্রে শুটিংয়ের জন্য ঢাকায় আসছেন তিনি।
জানা গেছে, এ বিজ্ঞাপনে ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক রিয়াজ থাকছেন তার বিপরীতে। সম্প্রতি নির্মাতা সালাহউদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন এ খবর।
এ প্রসঙ্গে নির্মাতা সালাহউদ্দিন বলেন, ‘দেশের শীর্ষ এক প্রতিষ্ঠানের নতুন পণ্যের বিজ্ঞাপনের জন্য ৯ ফেব্রুয়ারি নুসরাত জাহানকে চুক্তিবদ্ধ করা হয়েছে। এখন শিডিউল মিলিয়ে ঢাকার আসার তারিখ জানাবেন তিনি ‘
বর্তমানে কলকাতার ফর্মে থাকা নায়িকাদের মধ্যে অন্যতম নুসরাত- ‘লাভ এক্সপ্রেস’, ‘জুলফিকার’ ও ‘পাওয়ার’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করেছেন।