আইএসের সাথে দেশি জঙ্গিদের ভার্চুয়ালি যোগাযোগ থাকতে পারে: আইজিপি
কারেন্টনিউজ ডটকমডটবিডি:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘এ দেশে আইএসের অস্তিত্ব নেই। তবে দেশীয় জঙ্গিদের সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে।’
সোমবার সোনারগাঁও হোটেলে পুলিশ প্রধানদের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন।
পুলিশ প্রধান বলেন, ‘আইএস নিয়ে ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেররিজম রিসার্চের (আইসিপিভিটিআর) পরিচালক রোহান গুণারত্নে যে বক্তব্য দিয়েছেন, তা তার ব্যক্তিগত মত। কেননা, তিনি পুলিশ বা সরকারের কোনো সংস্থায় নেই। যে কারণে তিনি এ ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে পারবেন না। বাংলাদেশের প্রেক্ষাপটে তার কথার সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে। রোহান গুণারত্নে যাদের আইএস বলেছেন, আমরা তাদের অনেককেই ধরেছি। এখন পর্যন্ত তাদের একজনও স্বীকার করেনি যে তারা আইএস। তারা বলেছে, জেএমবির বিভিন্ন শীর্ষ নেতার অনুসারী তারা। যারা মারা গেছে, তাদের স্বজনরাও কখনো বলেননি, তারা আইএসের সদস্য।’
সাংবদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভার্চুয়াল ওয়ার্ল্ডে আইএসের বিচরণ থাকতে পারে। সেটা তাদের নিজস্ব ব্যাপার। পুলিশের এতগুলো অভিযানে এত লোক মারা গেল, তারা কেউ নিজেদের আইএস বলেনি। যারা আছে তারা দেশীয় জঙ্গি। তবে আইএসের ভাবাদর্শে উদ্বুদ্ধ হতে পারে। আইএসের দর্শন তারা বিশ্বাস করতে পারে। তাই বলে এ দেশে তাদের ঘাঁটি আছে, যা রোহান গুণারত্নে বলেছেন, তা কোনো সময়েই সঠিক নয়।’