দক্ষিণ আটলান্টিকে ২২ ক্রু নিয়ে জাহাজ নিখোঁজ
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
দক্ষিণ আটলান্টিক মহাসাগরে থেকে দক্ষিণ কোরিয়ার একটি মালবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জাহাজটিতে মোট ২৪ জন ক্রু ছিল। শনিবার জীবন রক্ষাকারী একটি রাবারের ডিঙি থেকে ওই জাহাজের ফিলিপাইনি দুই নাবিককে উদ্ধার করা হয়। তবে অন্যদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
শুক্রবার জাহাজের ক্রুরা এক বার্তায় জানিয়েছিল, ৩১২ মিটার লম্বা স্টেলার ডেইজি নামের জাহাজটি পানিতে ডুবতে শুরু করেছে। এর পরই উরুগুয়ের নৌবাহিনী ওই এলাকায় দিয়ে চলাচলরত বাণিজ্যিক জাহাজগুলিকে সতর্ক করে এবং অনুসন্ধান শুরু করে।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, একটি বাণিজ্যিক জাহাজ দুজনকে উদ্ধার করেছে। ব্রাজিল ও উরুগুয়ের কাছে জাহাজটি খোঁজার ব্যাপারে সাহায্য চাওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা টেবলেছেন, ‘ওই ২২ জনের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।’
স্টেলার ডেইজি নামের জাহাজটি দক্ষিণ কোরিয়ার বুসানভিত্তিক পোলারিস শিপিং কোম্পানির। নিখোঁজ নাবিকদের মধ্যে ১৪ জন ফিলিপাইনের এবং আটজন দক্ষিণ কোরিয়ার নাগরিক।