নজরুল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে মানবন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু , সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণস্বাক্ষর নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।