সন্ত্রাস জঙ্গীবাদ মাদক বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধে শপথ বাক্য পাঠ
আব্দুর রহিম, পঞ্চগড় প্রতিনিধি: বৃহস্পতিবার পঞ্চগড় জেলায় অবস্থিত মাধ্যমিক এবং তদুর্ধ পর্যায়ের শিক্ষার্থীরা সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ এবং দুর্নীতি প্রতিরোধে এক যোগে লাখো কন্ঠে শপথ পাঠ করবে। সকাল ১১টায় জেলার ৩৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ৪৩ হাজার ৯২০ জন শিক্ষার্থী একযোগে এই শপথ বাক্য পাঠ করবে। জেলা প্রশাসনের আয়োজনে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষার্থীদের নির্দিষ্ট শপথ বাক্য পাঠ করাবেন।
এ উপলক্ষ্যে আজ বুধবার সকালে সার্কিট হাউজ মিলনায়তনে প্রেস ব্রিফিং এর আয়োজন করে জেলা প্রশাসন। জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা প্রেস ব্রিফিং’এ অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে ব্রিফিং’এ বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আযম, সিভিল সার্জন ডা. পিতাম্বর রায়, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শঙ্কর কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম শাহীন আহমেদ প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল আলীম খান ওয়ারেশী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আশরাফুল মোমিন খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।