সালমা হোদা মেমোরিয়াল হাসপাতালের বিনামূল্যে চিকিৎসাসেবা
প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী নবাবগঞ্জের জয়পুরে প্রস্তাবিত সালমা হোদা মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে গত রবিবার (৩সেপ্টেম্বর) দিনব্যাপী এলাকার চার শতাধিক দুস্থ্য হতদরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ প্রদান করা হয়েছে।
হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নূর মোহাম্মদের সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্বে আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আইনুল হক চৌধুরী, প্রভাষক মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর, শাহানুর কবীর, ইউপি সদস্য নূর ইসলাম, জুলফিকার আলী ডলার, সাংবাদিক খোরশেদ আলম প্রমূখ।
ডা. নূর মোহাম্মদ বলেন, ওইদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বিরামহীনভাবে জয়পুর ইউনিয়নের চার শতাধিক দুস্থ্য হতদরিদ্র নারী ও পুরুষ রোগীদের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে গাইনী, মেডিসিন ও হৃদরোগের চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়াও সালমা হোদা মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে প্রতি মাসের প্রথম রবিবার এলাকার দুস্থ্য রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হবে।