২৪ ফুটের শিকারকে ৫ মিনিটেই গিলে ফেলল সাপটি! (ভিডিও)
কারেন্টনিউজ ডটকমডটবিডি: একটি বিষাক্ত সাপের কাণ্ড দেখে চমকে গেলেন সবাই। একটি গলফ কোর্সে তাকে এক লিজার্ডকে গিলে খেতে দেখা গেলো।
এমন ঘটনা হরহামেশাই দেখা যায়। কিন্তু ওই সাপটি মাত্র ৫ মিনিটের মধ্যে ২৪ ফুট লম্বা এক সরীসৃপকে গিলে খেলো!
সাপটির নাম গোল্ডেন ট্রি স্নেক। এ ঘটনা ব্যাংককের। দিন দুপুরে সাপটি দ্য রয়াল গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব এমন ঘটনা ঘটিয়ে দিল। এ ঘটনা একজন ভিডিও করে ফেললেন। মিরর অনলাইন ভিডিওটি লুফে নিয়েছে।
দেখা গেছে, বিষাক্ত সাপটি প্রথমে তার চোয়ালের জোর আর বিষের ব্যবহারের শিকারকে দুর্বল করে ফেলে। তারপর গিলতে শুরু করে। শিকারের দৈর্ঘ্য ছিল ২৪ ফুট।
ওটাকে মাত্র ৫ মিনিটেই পেটে চালান করে দেয় সাপটি। ঘটনার সময় গলফ কোর্সের কর্মীরা চলে আসেন দেখতে। সবাই রীতিমতো হতভম্ব!
সাপটিকে এ কাজ করতে প্রথম দেখেন এক প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর মুরে ডার্লিং। খেলতে এসেছিলেন তিনি। বললেন, আজকে খেলাটা ভালো হচ্ছিল না। কিন্তু যে দৃশ্য দেখলাম, তাতে দিনটা রীতিমতো স্মরণীয় হয়ে থাকলো। প্রথমে মনে হচ্ছিল শিকারটি ছোট কিছু। কিন্তু দেখলাম ওটার দৈর্ঘ্যও বিশাল। কিস্তু পরিস্থিতি সাপের নিয়ন্ত্রণে। শিকারটি ছিল ইগুয়ানার মতো সরীসৃপ।
টানা পাঁচ মিনিট ধরে এক ভয়ংকর ও বিস্ময়কর দৃশ্য দেখলেন সবাই। এর পর শিকারের মাথাটি আর সাপের মুখ থেকে বেরিয়ে আসতে দেখা যায়নি।