নিউমার্কেটের দোতলায় নতুন দোকান চান না ব্যবসায়ীরা, বিক্ষোভ
কারেন্টনিউজ ডটকমডটবিডি: ঐতিহ্যবাহী ঢাকা নিউমার্কেটের ওপরে নতুন করে দোকান নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করছেন বিপণিবিতানটির ব্যবসায়ীরা।
আজ সোমবার দুপুর থেকে দোকানপাট বন্ধ করে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেন নিউমার্কেটের ব্যবসায়ীরা।
এদিকে, নীলক্ষেত মোড় অবরুদ্ধ করে এই বিক্ষোভের ফলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
নিউমার্কেট থানার উপপরিদর্শক আনাসউদ্দিন বলেন, ব্যবসায়ীদের অভিযোগ, ঐতিহ্যবাহী এই বিপণিবিতানের মূল স্থাপনার ওপর নতুন দোকান নির্মাণ করা হলে এর স্বাতন্ত্র্য নষ্ট হবে। তাই এর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন তাঁরা।
তবে নিউমার্কেট দোকান মালিক সমিতি বর্ধিতকরণের পক্ষে। ফলে দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হয়েছে দ্বন্দ্ব।
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস এসে কোনো আশ্বাস না দেওয়া পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন নিউমার্কেটের ব্যবসায়ীরা।