এনায়েতপুরে খুকনী হাই স্কুল জামে মসজিদের নির্মান কাজের উদ্বোধন
জুবায়েল হোসেন সিরাজগঞ্জঃসিরাজগঞ্জের এনায়েতপুর থানার ঐতিহ্যবাহী খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফিরোজ হাসান অনিকের ব্যক্তিগত তহবিল ও স্থানীয়দের সহায়তায় বিদ্যালয় চত্বরে একটি দৃষ্টি নন্দন জামে মসজিদের নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় প্রায় ৩০ লাখ টাকা ব্যায়ে অন্যন্য নির্মান শৈলীদ্বারা নির্মান পরিকল্পনায় কাজের উদ্বোধন করেন এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল
ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফিরোজ হাসান অনিক।
এসময় টেক্সজেন গ্রুপের এমডি ও বিকেএমই’র সাবেক পরিচালক আলহাজ্ব শেখ আব্দুস ছালাম, শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহম্মেদ, জেলা পরিষদ সদস্য শাহজাহান আলী মিয়া, খুকনী ইউপির সাবেক চেয়ারম্যান জয়েন উদ্দিন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম খান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা বাহাউদ্দিন ।