হামাসের সব নেতাকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
ফিলিস্তিনের হামাসের সব নেতাকে হত্যা করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী মিরি রেজেভ। তিনি বলেন, হামাসের নেতাদের হত্যার বিষয়ে ইসরায়েলের আগের নীতি পুনর্বহাল করা উচিত।
মিরি রেজেভ সম্প্রতি গাজা উপত্যকার কাছে বসবাসকারী ইসরায়েলি সম্প্রদায়ের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের সময় এসব কথা বলেছেন। তিনি বলেন, হামাসের নেতাদের ভয়ের মধ্যে বসবাস করা উচিত।
তিনি তার ভাষায় বলেন, আমাদের অবশ্যই আগের নীতিতে ফিরে যেতে হবে যার আওতায় সন্ত্রাসী ও খুনি হামাস নেতাদের গোপনে হত্যা করা হতো।
এদিকে জায়নিস্ট ইউনিয়নের নেতা আভি গাব্বি বলেছেন, হামাসের বিষয়ে ইসরায়েলের নেতৃত্বকে আরও কঠোর হওয়া উচিত। ইসরায়েলের রয়েছে শক্তিশালী সামরিক বাহিনী কিন্তু দুর্বল রাজনীতিক।
তিনি বলেন, ইসরায়েলের নেতৃত্ব জানে না কীভাবে সন্ত্রাসী সংগঠনকে মোকাবেলা করতে হয়। এর আগেও ইসরায়েলের অনেক নেতা হামাসকে নির্মূলের আহ্বান জানিয়েছেন।