তপুর সঙ্গে টুম্পার ‘একটা গোপন কথা’
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
কথাটা আর গোপন থাকেনি। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপুর সঙ্গে এবার গান গাইলেন ‘অপরাধী’ গানটি গেয়ে (কভার) জনপ্রিয় হয়ে ওঠা তরুণ শিল্পী টুম্পা খান।
এবার তপুর ‘একটা গোপন কথা’ শিরোনামের জনপ্রিয় গানে তপুর সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি।
এই ঈদে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হবে গানটি। জি-সিরিজের অ্যাপস ও ইউটিউব চ্যানেলে শোনা যাবে গানটি।
নতুন করে আবার গানটিকে সামনে নিয়ে আসার ব্যাপারে শিল্পী তপু বলেন, ‘এটি আসলে রিমেক নয়, ডুয়েট করছি। যার সঙ্গে আমি ডুয়েট করছি সে এই সময়ে বেশ জনপ্রিয়।
সহশিল্পী টুম্পার প্রশংসায় পঞ্চমুখ তপু আরও বলেন, ‘ও অনেক ভালো গেয়েছে। গলা অনেক ভালো। গানের প্রতি প্যাশন আছে।’
গানটি নিয়ে টুম্পা তার উচ্ছ্বসিত অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘তপু ভাইয়ের সঙ্গে গান গেয়ে অনেক ভালো লেগেছে। আমরা দুজনেই খুব রোমাঞ্চিত গানটি নিয়ে। এটি শেষ হলে আমরা একটি মৌলিক গানও করব।’
উল্লেখ্য, আরমান আলিফের অপরাধী গানটির মতো তপুর ‘একটা গোপন কথা’ গানটিও কভার করেছিলেন টুম্পা।