রাজৈরে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
মোঃ ইব্রাহীম, মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে অজ্ঞাত (২৫) এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দক্ষিণ সারিস্তাবাদ এলাকার একটি ধান খেত থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ধান খেতের পাশে এক যুবতীর লাশ দেখতে স্থানীয় কয়েকজন যুবক। তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
রাজৈর থানার কর্মকর্তা (ওসি) জিয়াউর মোর্শেদ জানান ‘নিহত ওই যুবতীর মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছে। ওই তরুণীতে পরিচয় জানা সম্ভব হয়নি। এ হত্যাকান্ডের বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে।’