জাতীয় কবির সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত কবির সমাধিতে শ্রদ্ধা জানান তারা।
কবির ৪২তম মৃত্যুবার্ষিকীর সকালে সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, নজরুল ইনস্টিটিউট, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
তবে, শুধু দিবস কেন্দ্রিক শ্রদ্ধাঞ্জলি নয়, সমাজ ও রাষ্ট্রে নজরুলের চেতনা প্রতিষ্ঠায় সবাইকে কাজ করার আহ্বান ছিল কবি পরিবারের সদস্যদের।