চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
চট্টগ্রাম নগরের পুরাতন বাকলিয়া থানার সামনে সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিকশা চালক জামাল (৪০) ও আরেকজন আনুমানিক ৩০ বছরের অজ্ঞাত পরিচয়ের নারী।
আহতরা হলেন, নাসির উদ্দিন (৪০), গোলজার বেগম (৩০) ও মালেকা বেগম (৩০)।
চমেক হাসপাতালের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, শহরমুখী সিএনজি অটোরিকশা ও কক্সবাজার মুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোট ৫জনকে গুরুতর আহত অবস্থায় চমেকে আনার পর কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।