ফেনীতে কোটি টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি
ফেনীতে সৌদিয়া পরিবহনের একটি বাস তল্লাশী করে কোটি টাকার ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব -৭।
র্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, চট্টগ্রাম হতে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের ০১টি বাসের মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী যাত্রী পরিবহনের আড়ালে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে সোমবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে র্যাবের একটি আভিযানিক দল ফেনী জেলার সদর থানাধীন মধ্যম রামপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে। এসময় ঢাকাগামী সৌদিয়া পরিবহন বাস ( চট্ট মেট্রো-ব ১১-০৭৩৪) এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা উক্ত বাসটিকে থামানোর জন্য সংকেত দিলে গাড়ীটি না থামিয়ে র্যাব এর চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা গাড়ীটির পিছু নিয়ে আটক করে এবং বাসের যাত্রী ও গাড়ী তল্লাশী করতে থাকে। গাড়ী তল্লাশীর এক পর্যায়ে গাড়ীতে থাকা ০২ জন ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা মোঃ নুরুল ইসলাম (৪৬), পিতা- আব্দুল মোন্নাফ মিয়া, গ্রাম- চকবাজার বালুধুম, থানা- কোতোয়ালী, জেলা- কুমিল্লা এবং বাবুল নাথ বাবু (৪০), পিতা- ধীরেন্দ্র নাথ, গ্রাম- কোদারখীল, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রাম’দেরকে আটক করে। পরবর্তীতে উপস্থিত যাত্রীদের সম্মুখে গ্রেপ্তারকৃত আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য এবং দেখানো মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত বাসটির ভিতরে ড্রাইভিং সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ২৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত বাসটি জব্দ করা হয়।
র্যাব -৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম পিপিএম কোটি টাকার ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ০১ কোটি ১৫ লক্ষ টাকা এবং জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ৮০ লক্ষ টাকা। উদ্ধারকৃত মালামাল ও গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।