ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
মো.সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ। ব্যবসায়ী র্জামান আলী(৪০) এ উপজেলার ফতেপুর করুয়া গ্রামের কামিজউদ্দিনের ছেলে।
বালিয়াডাঙ্গী উপজেলার আমজান খোর ইউপি চেয়ারম্যান মো. আকালু জানান, শুক্রবার রাতে জার্মান আলীকে বাংলাদেশের সীমান্ত রত্নাই’র বিপরীতে ভারতের সোনামতি বিএসএফ চৌকির টহল দল আটক করে নিয়ে যায়। এই জনপ্রতিনিধি বলেন সে (র্জামান) গরু ব্যবসায়ী। গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে সে ধরা পড়ে।
এ বিষয়ে বিজিবি’র ঠাকুরগাঁও সেক্টরের কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম বলেন, ওই গরু ব্যবসায়ীকে ছাড়িয়ে আনতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যকার পতাকা বৈঠক চলছে।