নাইজেরিয়ার গ্যাস ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৩৫
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাসারাউয়া প্রদেশে একটি পেট্রল স্টেশনে সোমবার গ্যাস ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক।
নাইজেরিয়ার স্টেট ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির (সিমা) কর্মকর্তারা বলেছেন, রাজধানী আবুজা ও দেশটির দক্ষিণাঞ্চলের সংযোগ সড়ক লাফিয়া-মাকুর্দি সড়কে অবস্থিত পেট্রল স্টেশনে গ্যাস নেয়ার সময় এ বিস্ফোরণ ঘটে।
সিমার পরিচালক ওসমান আহমেদ বলেছেন, নিহতদের বেশিরভাগ বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই প্রাণ হারান। এ ঘটনায় তদন্ত চলছে। সূত্র: রয়টার্স