এবার নিজের জুতোর কালেকশন দেখিয়ে আলোচনায় সানি লিওন!
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
বলিউডে নানা কারণে আলোচিত ও সমালোচিত সানি লিওন। অনেকদিন আলোচনার বাইরে ছিলেন এ বলিউড তারকা।
এবার নিজের জুতোর কালেকশন দেখিয়ে আবার আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি সানি লিওন নিজেই তার জুতোর কালেকশনের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।
ভিডিওর ক্যাপশানে লিখেছেন, জুতো নিয়ে আমার কোনো সমস্যা নেই….
বিটাউনের খবর, স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে মুম্বাইয়ে একটি নতুন বাংলো কিনেছেন সানি। সেই বাংলোতেই লম্বা একটি ওয়ার্ড্রব বানিয়েছেন।
ভিডিওতে দেখা গেছে ওয়ার্ড্রবটির এক পার্শে শুধুই থরেথরে সাজানো রয়েছেন সানির জুতো। সংখ্যাটা যে ঠিক কত তা গুনতে পারা বড়ই মুশকিল। টুইটার পোস্টে সানি নিজেই জানান, এতোদিন তার প্রিয় জুতোগুলো রাখার জায়গা ছিল না। মুম্বাইয়ের এ বাড়ি কেনার পর জুতোগুলোর একটা গতি হলো।
তিনি আরও জানান, আরও নাকি কিছু জুতো আছে তার যেগুলো ওয়ার্ড্রবে জায়গা পায়নি।