ফেনীতে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি : ‘অযথা এন্টিবায়োটিক সেবন ক্ষতির কারণ, বিনা প্রেসক্রিপশনে তা কিনতে বারণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ-২০১৮ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) এক অালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।
সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অাক্তার উননেছা শিউলী, ফেনী সদর হাসপাতালের সহকারী পরিচালক হাবিব উল করিম, ফেনী ঔষধ তত্ত্বাবধায়ক সালমা সিদ্দিকা, বিএমএ ফেনী সহ-সভাপতি ডা. দেলোয়ার।
মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. রুবাইয়াৎ বিন করিম। সভা সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন মাহমুদ চৌধুরী।
বক্তব্য রাখেন- মেডিকেল কর্মকর্তা ডা. রোকসানা অাক্তার, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. নুরুল অালম, প্রথম অালো ফেনীর নিজস্ব প্রতিবেদক অাবু তাহের, ফেনী জেলা বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশানের সাধারণ সম্পাদক মোঃ হারুন-উর-রশিদ, কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি ফেনী শাখার সভাপতি নাছির উদ্দিন অাহমেদ, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দাগনভূঞা সভাপতি সিদ্দিকুর রহমান, মানব কল্যান সোসাইটির সভাপতি দেলোয়ার হোসেন বাহার, সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলাল, রবিউল হক রবি, দিলদার হোসেন স্বপন প্রমুখ।
বক্তারা বলেন, এন্টিবায়োটিক ঔষধ ব্যবহার নিশ্চিত করতে গণসচেতনতা বাড়াতে হবে। সরকারের পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বাড়াতে অারো উদ্যোগী হওয়া প্রয়োজন।
শেষে এক শোভাযাত্রা বের করা হয়।