পঞ্চগড়ে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের তিনজন নিহত
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
পঞ্চগড় সদর উপজেলায় বিদ্যুৎস্পর্শে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাবা শহিদুল হক (৪০) এবং তার দুই ছেলে নাজিরুল ইসলাম ও আশাদুর রহমান।
নিহতরা এলাকার মৃত আইজুদ্দীনের ছেলে শহিদুল হক এবং তার দুই ছেলে নাজিরুল ইসলাম ও আশাদুর রহমান।
স্থানীয়রা জানান, শহিদুল হক উপজেলার মাহানপাড়ার খালের পানিতে মাছ ধরতে যান। ওই খালে একটি বাড়ির জন্য টানা বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছিল। সেখানে বিদ্যুৎস্পর্শ হন বাবা শহিদুল হক।
পরে স্থানীয়রা দেখে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক মঈন খন্দকার জানান, ওই তিনজনের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।