মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট গ্রেফতার
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
ডেস্ক রিপোর্ট : মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদীব আবদুল গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। এক টুইটার বার্তায় মালদ্বীপের পুলিশ এই তথ্য জানায়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার মালদ্বীপ পুলিশ আহমেদ আদীবকে গ্রেপ্তার করে রাজধানী মালেতে নিয়ে যাচ্ছে।
মালদ্বীপ পুলিশ এক টুইটার বার্তায় জানায়, আহমেদ আদীব আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে মালে নিয়ে যাওয়া হচ্ছে।
ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন আহমেদ আদীব আব্দুল। কিন্তু ভারত সরকার তার আবেদন গ্রহণ করেনি এবং তাকে ঢুকতে দেয়নি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তামিলনাড়ুর তুতিকোরিন বন্দরে ৯ জন ক্রুকে নিয়ে আসেন আব্দুল গফুর। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় গফুরকে ঢুকতে দেয়নি দিল্লি। তাকে ভারতীয় নিরাপত্তা বাহিনী জিজ্ঞাসাবাদ করে।
আব্দুল্লাহ ইয়ামিন যখন প্রেসিডেন্ট ছিলেন তখন গফুর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। গফুরের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ রয়েছে এবং এর বিচার চলছে।