পবিত্র হজের এক্সক্লুসিভ ১০টি ছবি
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজিগণ আজ আরাফার ময়দানে হজের ইমামের খুতবা শুনছেন এবং বিভিন্ন আমলের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করছেন। সূর্যাস্তের পর হাজিগণ মুজদালিফায় রওয়ানা হবেন। সেখানে রাত্রিযাপন করবেন এবং (প্রতীকি) শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। আগামিকাল পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ার জন্য ফজরের পর মিনায় রওয়ানা হবেন। ইতোমধ্যে মিনার তাঁবুগুলোতে সমস্ত সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
সূত্র: উর্দু নিউজ.কম