বুয়েটের ছাত্র আবরার হত্যার প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশের সময়: ৭:৪৯ অপরাহ্ণ - বুধবার | অক্টোবর ৯, ২০১৯
currentnews
শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও খুনিদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশে ফেনী জেলা ছাত্রদল বুধবার (০৯ অক্টোবর) সকালে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি শহরের আদালত ভবনের সামনের সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিজান সড়কের মাথায় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।
মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা ছাত্রদলের সহ- সভাপতি আব্বাস পাটোয়ারী, সহ -সভাপতি নুরুল হুদা বাহাদুর,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, যুগ্ম সম্পাদক মোঃ রহমত উল্লাহ জিংকু,যুগ্ম সম্পাদক জাফর উল্ল্যাহ মিয়াজী, ধর্ম বিষয়ক সম্পাদক এম রিয়াদ মজুমদার।
মিছিলে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।