দক্ষিণ আফ্রিকায় ডাকাতের দেয়া আগুনে বাংলাদেশি নিহত
currentnews
দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের ক্যাথলংয়ের প্লামব্রীজ নামক এলাকায় ডাকাতের দেয়া আগুনে পুড়ে রুবেল হোসেন নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত রুবেলের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে।
জানা যায়, রবিবার (১০ নভেম্বর) রাত ৩টার সময় একদল সশস্ত্র ডাকাত রুবেল হোসেনের দোকানের দেয়াল ভেঙ্গে ওপরের টিন কেটে ভেতরে প্রবেশ করে।
এসময় সন্ত্রাসীদল দোকানের থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নেয়। আরো বেশি টাকা দাবি করে তারা। না পেয়ে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা রুবেলের পায়ে গুলি করে। এরপর দোকানে থাকা কেরোসিন ঢেলে সমস্ত শরীরে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা রুবেলকে দ্রুত আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ নভেম্বর) সকাল ৭.৩০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।