কেন্দুয়ার মেয়র আ.লীগের আসাদুল, মোহনগঞ্জে লতিফুর
currentnews
বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নেত্রকোনার কেন্দুয়া ও মোহনগঞ্জ পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। কেন্দুয়া পৌরসভায় এই প্রথম ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোট হয়েছে। দুই পৌরসভায়ই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বেসরকারিভাবে নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আসাদুল হক ভুঁইয়া ৯১৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ধানের শীষের শফিকুল ইসলাম পেয়েছেন ২২৫৬ ভোট।
অপরদিকে মোহনগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট লতিফুর রহমান রতন ৯৪৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা পারভীন বীথি পেয়েছেন ৫০৭৩ ভোট।