টাঙ্গাইলে ভাইয়ের হাতে বোন খুন
প্রকাশের সময়: ৪:৫১ অপরাহ্ণ - বৃহস্পতিবার | জানুয়ারি ২১, ২০২১
currentnews
সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ জমি সংক্রান্ত বিরোধে টাঙ্গাইলের মির্জাপুরে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন হয়েছেন।
আজকে বুধবার (২০ শে জানুয়ারি) বিকেলে মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুলতানা আক্তার (৩০) উত্তর পেকুয়া গ্রামের মৃত শাজাহানের মেয়ে। ইতোমধ্যেই পুলিশ এই ঘটনার মূল অভিযুক্ত নিহতের আপন ছোট ভাই শফিকুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছেন।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, “দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে ভাই বোনের মধ্যে বিরোধ চলে আসছিল এবং এরই জের ধরে বুধবার বিকেলে তাদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছোট ভাই শফিকুল ইসলাম তার বড় বোন সুলতানাকে কিল-ঘুষি মারতে থাকেন। এরপরে তাকে বদ্ধ ঘরে নিয়ে গলা টিপে হত্যা করেছেন।”
তারপর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সুলতানার মরদেহ উদ্ধার করেছেন এবং লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।