অবৈধ ৬ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে গাজীপুরের ভ্রাম্যমাণ আদালত
currentnews
গাজীপুরে ছয়টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৪ জানুয়ারি) দিনব্যাপী অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
গাজীপুর পরিবেশ অধিদফতরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, অভিযানে কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় ন্যাশনাল ব্রিকস-১ ও ২ গুঁড়িয়ে দেওয়া হয়। পরে গোয়ালবাথান এলাকার জেবিবি ব্রিকস, দরবাড়িয়া এলাকার মেসার্স রায়মা ম্যানুফ্যাকচারিং ব্রিকস, স্টং ব্রিকস ও মেসার্স ন্যাশনাল ব্রিকসের ইটভাটাগুলো ভেঙে দেয়া হয়। এ সময় ওই সব ইটভাটা মালিককে ৩২ লাখ টাকা জরিমানা করা হয়।
চলতি বছর গাজীপুর সদরসহ বিভিন্ন এলাকার ৩২ অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান তিনি।
অভিযানকালে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, দিলরুবা আক্তার ও মমিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।