
পেনাল্টি মিস ও গোলের সুযোগ হারিয়ে ২-০ গোলে হার সৌদি আরবের, চমক দেখালো পোল্যান্ড
খেলার খবর ডেস্ক: মরুর দেশ কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পোল্যান্ড। শনিবার (২৬ নভেম্বর) নিজেদের দ্বিতীয় খেলায় এডুকেশন সিটি স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মাঠে নামে সৌদি আরব মুখোমুখি ও পোল্যান্ড। প্রথমার্ধের পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় সৌদি আরব। ভাল খেললেও সৌদির একজন দক্ষ গোল মেশিন না থাকায় তারা আজ কোন গোলই করতে পারেনি। পোল্যান্ডের রক্ষণভাগ ইটের দেয়াল হয়ে বার বার গোল ঠেকিয়ে দিয়েছে। গোলকিপার তো হওয়া গোল হতে দেয়নি। শেষ পযর্ন্ত গ্যালারীর দর্শকসহ সকল কেই হতাশার জলে নিমজ্জিত করে শেষ সৌদি আরব।

অথচ শুরু থেকেই খেলায় দাপট দেখাতে থাকে সৌদি আরব। পোল্যান্ডের রুক্ষণে অসংখ্য বার আক্রমণ চালায় তারা। ম্যাচের ১২ মিন্টে ডান দিক থেকে কাট ব্যাক থেকে মোহাম্মদ কান্নোর শট করেন। কিন্তু পোল্যান্ড গোলরক্ষক সেজেসনি তা কর্নারের বিনিময়ে রক্ষা করেন। ম্যাচের ১৬ মিনিটে ফাউল করার কারণে হলুদ কার্ড দেখেন ম্যাটি ক্যাশ। ডান দিক থেকে ফ্রি কিক পায় সৌদি আরব। ফ্রি কিক থেকে সুবিধা করতে পারেনি তারা। হতাশ করেন সৌদি আরব।
ম্যাচের ১৯ মিনিটে আল-মালকিকে ফাউল করার কারণে হলুদ কার্ড দেখেন পোল্যান্ডের মিলিক। এরপর একের পর এক আক্রমণ চালাতে থাকে সৌসি আরব। ম্যাচের ২৫ মিনিটে কর্নার পায় পোল্যান্ড। কর্নার থেকে হেড করে ব্লিক। কিন্তু তা ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। ম্যাচের ৩২ মিনিটে গুছিয়ে আক্রমণে যায় সৌদি আরব। ডান দিক থেকে বাড়ানো বলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হয় শেহরি।

ম্যাচের ৩৯ মিনিটে কাংখিত গোলের দেখা পায় পোল্যান্ড। ডি বক্সের ভেতর লেভানদোস্কির পাস থেকে বল জালে জড়িয়ে পোল্যান্ডকে লিড এনে দেন জিলিনস্কি।ম্যাচের ৪৩ মিনিটে ডি বক্সে আল শেহরিকে ফাউল করার কারণে পেনাল্টি পায় সৌদি আরব। পেনাল্টি থেকে মিস করেন আল দাউসারি। পেনাল্টি ফিরিয়ে সৌদি সমর্থকদের হতাশ করেন সেজেসনি।

বিরতরি পর খেলা শুরু হলে সৌদি আরব নতুন পরিকল্পনায় আক্রমণ শানায় । বার বার গোল এর সুযোগ পেয়েও কোন গোল করতে না পারায় মাঠ একদম ঠান্ডা শীতল হয়ে যায়। শেষ পযর্ন্ত পোল্যান্ড ও ৮২ মিনিটে দ্বিতীয় গোল পায়। আর তাতেই পোল্যান্ডের কাছে ২-০ গোলে পরাজয় বরণ করে নিতে বাধ্য হয় মুসলিম দেশ সৌদি আরব।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description