ঝালকাঠীতে হিন্দু সম্প্রদায় কে নিয়ে বর্ধিত সভা
প্রকাশের সময়: ৮:৩৭ অপরাহ্ণ - শুক্রবার | অক্টোবর ৫, ২০১৮
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠী) প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার পূর্ণঙ্গ কমিটি প্রকাশ।
ঝালকাঠীর নলছিটিতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদযাপন পরিষদ নলছিটি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ঝালকাঠীর আখড়া বাড়ি মন্দির হলরুমে জেলার ৪টি থানার কর্মকর্তাদের নিয়ে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। বর্ধিত সভায় শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বক্তারা। সঠিক ও সুন্দর ভাবে দূর্গাপুজা উদযাপন করার লক্ষ্যে সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঝালকাঠী জেলা শাখার সহ সভাপতি এ্যাডঃ নিরমল কান্তি দে তরনী সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও ঝালকাঠী পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর, আ’লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অমল দাস, সিনিয়ার আইনজীবী এ্যাডঃ তপন কুমার সরকার, এছাড়াও ৪ উপজেলার উপজেলা পূজা উদযাপন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন।
এসময় উপজেলা ও জেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃ বৃন্দ, সাংবাদিক তপন কুমার দাস, অরবিন্দ পোদ্দার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন ইঞ্জিঃ দিলিপ কুমার হালদার সদড় পুজা উদযাপন পরিষদ।
বর্ধিত সভা শেষে নলছিটি উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের ৫১ সদস্যের পূর্ণঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নলছিটি শাখার কমিটি
* সভাপতিঃ প্রান্তিক কুমার পুটু
সহ ।। – বিজয় রায়
সহ ।। – সঞ্জয় মুখার্জী
সহ ।। – পলাশ গোমেজ
* সম্পাদকঃ শুভাশীষ দত্ত পদ্যুৎ
সহ ।। – তপন দাস
সহ ।। – অরুন কর্মকার
* সাংগঠনিক সম্পাদকঃ সম্পু দাস
সহ ।। – পিন্টু দাস
সহ ।। – তুষার সেন
* প্রচার সম্পাদকঃ অমল দাস
সহ ।। – সুমন কর্মকার সমর
সহ ।। -শুশান্ত দাস শান্তু
* আইনি সম্পাদকঃ পুর্নেন্দ্র দাস বিকাশ
সহ ।। – তাপস চক্রবর্তী
* গন সংযোগঃ নিতাই মালো
সহ ।। – রিপন দাস
সহ ।। – স্বপন দাস
* মহিলা সম্পাদকঃ সুষমিতা দত্ত
সহ ।। – অমি সরকার
* দপ্তর সম্পাদকঃ রাকেশ রায়
সহ ।। – অন্তু পালিত
সহ ।। – অভিজিৎ কর্মকার
* শিক্ষা ও গবেষনাঃ অর্নব দাস শান্ত
সহ ।। – সাগর গুহ শুভ
* সাংস্কৃতিক সম্পাদকঃ মিলন দাস
সহ ।। – অমিত সরকার সেতু
সহ ।। – অর্পন দাস মান্তু
* ক্রিড়া সম্পাদকঃ দেবাশীষ দাস
সহ ।। – শুভ দাস
* অর্থ সম্পাদকঃ খোকন দাস
সহ।। – নয়ন কর্মকার
সহ ।। – দিপু মন্ডল
* ছাত্র ও যুব সম্পাদকঃ রাজিব মালো
সহ ।। – বাসুদেব মন্ডল
সহ ।। – কৃষ্ণ মালো
* তথ্য ও প্রযুক্তিঃ অরবিন্দ পোদ্দার তপু
* সদস্য মন্ডলিঃ শুশান্ত মালো, নিরব কর্মকার, এ্যাবরিল গোমেজ, সজল দাস, প্রদিপ মালো, উজ্জল বনিক, রতন মালাকার, শুব্রত দাস শুভ, গোপাল কর্মকার, বাপ্পি সোমাদ্দার, সঞ্জয় দাস, কালু চক্রবর্তী, রাজিব কুন্ড, রিপন মালো।
এছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদ জনারধন দাস কে সভাপতি ও তপন কুমার দাস কে সম্পাদক রেখেই ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।