জলঢাকায় অটো রিক্সার চাকায় ওড়না পেচিয়ে নারীর মৃত্যু
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর জলঢাকায় অটো রিক্সার চাকায় ওড়না পেচিয়ে এক নারীর মর্মাতিক মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার ধর্মপাল ইউনিয়নের সোলেমানের চৌপুথী এলাকায় এ দুর্ঘটনার কবলে পরে ওই নারী। ওই নারীর নাম আলেমা বেগম (৪৮)। সে দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী। জানা যায় গতকাল রোববার জলঢাকা পৌরশহরের বগুলাগাড়ী এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে সোমবার নিজ বাসায় যাওয়ার পথে অটো রিক্সার চাকায় ওড়না পেচিয়ে দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, জলঢাকায় মেয়ের বাড়ী থেকে বাড়ী ফেরার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয় এবং অটোসহ চালককে আটক করা হয়।