যে রেকর্ড সাকিব ছাড়া আর কারও দখলে নেই!
(ফাইল ফটো)
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশ ৩৬ রানে হারিয়েছে উইন্ডিজকে। তিন ম্যাচের সিরিজে তাই এখন ১-১ সমতা। বৃহস্পতিবারের ম্যাচে ব্যাট হাতে ২৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলার পর বল হাতে মাত্র ২১ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান। তবে এই ম্যাচে সাকিব যে রেকর্ড গড়েছেন তা এখন পর্যন্ত সাকিব ছাড়া অন্য কারও দখলে নেই।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪০’র অধিক রান আর সেই সঙ্গে ৫ উইকেট নেয়ার রেকর্ডটির গর্বিত মালিক এখন তিনি।টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিব আল হাসানের ক্যারিয়ার সেরা বোলিং ছিল গত ম্যাচে। ছিল প্রথম ৫ উইকেট নেয়ার রেকর্ডও। যার ফলে সব ফরম্যাটে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন সাকিব।