মুদ্রণ শিল্প সমিতির উপ-সচিব এর ইন্তেকাল
কারেন্টনিউজ ডটকম ডটবিডি
বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সচিবালয়ে কর্মরত উপ-সচিব এবং সাবেক এল. জি. ই. ডি. কর্মকর্তা এম.হামিদুল হক গত ১৬ ফেব্রয়ারী ২০১৯ইং সন্ধ্যা ৬.৪৫ মিনিটে কর্মরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বৎসর। তিনি স্ত্রী, ছেলে ও মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির পক্ষ থেকে চেয়ারম্যান জনাব শহীদ সেরনীয়াবাত এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ জহুরুল ইসলাম এবং বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির সভাপতি জনাব তোফায়েল খান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।