ভার্চুয়াল উৎসবে পালিত হচ্ছে ইস্টার সানডে
currentnews
বিশ্বজুড়ে খৃস্টানরা আজ ধর্মীয় ইস্টার পালন করছেন। তবে করোনা মহামারী এ বছর ধর্মীয় উৎসবের সেই চিত্রটাই পাল্টিয়ে দিয়েছেI অনেকেই নিষেধাজ্ঞার কারণে চার্চের সভায় যোগ দিতে পারছেন না, তাই অনেকেই ভার্চুয়াল উৎসবেই অংশ নিয়েছেন। পোপ ফ্রান্সিস ভ্যাটিকান থেকে লাইভ স্ট্রিমের মাধমে গণ-প্রার্থনায় সামিল হবেন।
যুক্তরাষ্ট্রে যদিও অনেক ধর্মীয় নেতা চার্চে ধর্মীয় সভার আয়োজন করেছেন, বহু ধর্মপ্রাণ আমেরিকান জানান চার্চকেও বাধ্যতামূলক নিযেধাজ্ঞা মেনে চলা উচিত। আমরা যেন না ভাবি যে ভয়ের অবসান হয়েছে।