বীর প্রতীক বদিউজ্জামান টুনু আর নেই
currentnews
রাজশাহীর বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান টুনু বীর প্রতীক আর নেই। রবিবার দিবাগত রাত পৌনে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। তার মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া নেমে এসেছে।
বদিউজ্জামান টুনুর মৃত্যুতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
আজ সোমবার (২২ জুন) বাদ জোহর নগরীর লক্ষ্মীপুর শাহী জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর অকুতোভয় এই বীর মুক্তিযোদ্ধার মরদেহ নগরীর হেতমখাঁ গোরস্থানে দাফন করা হবে। তার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।