জম্মু ও কাশ্মীর: ফের রক্তাক্ত পুলওয়ামা! রুদ্ধশ্বাস সেনা-জঙ্গি সংঘর্ষ
currentnews
লাদাখ সীামান্তে একদিকে চিনা আগ্রাসন যখন মাথাচাড়া দিচ্ছে, তখন কাশ্মীর সীমান্ত উত্তপ্ত রয়েছে পাকিস্তান আশ্রিত জঙ্গিদের নাশকতার জেরে। এদিনও ফের একবার সীমান্তে সেনা জঙ্গি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকাল হতেই উপত্যকা থেকে খবর আসে, এক সিআরপিএফ জওয়ানের শহিদ হওয়ার। এদিন , ভূস্বর্গের পুলওয়ামার বান্দাজু এলাকায় এক রুদ্ধশ্বাস এনকাউন্টারের জেরে ফের একবার রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীর: ফের রক্তাক্ত পুলওয়ামা! রুদ্ধশ্বাস সেনা-জঙ্গি সংঘর্ষ জম্মু ও কাশ্মীরের পুলিশ সূত্রের খবর অনুযায়ী, যে ২ জঙ্গি এই এনকাউন্টারে মারা গিয়েছে, তাদের বহুদিন ধরেই খোঁজা হচ্ছিল। এদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। উপত্যকার বুকে ফের ২ কুখ্যাত জঙ্গি নিধনের পর নিরাপত্তা বাহিনীর কাছে স্বস্তি ফিরে এসেছে। ১৮২ সিআরপিএফ এদিন একটি তল্লাশি অভিযান শুরু করে। উপত্যকার বান্দজু এলাকায় এই অপরেশন শুরু হয়। সঙ্গে যগো দেয় ভারতীয় সেনার ৫৫ রাইফেল। এদিকে, তল্লাশি অভিযান শুরু হতেই, পাল্টা জঙ্গিরা গুলি চালায় বলে খবর। আর তার জেরেই এদিন ২ জঙ্গি নিধন করে সেনা।
সূত্র: ওয়ান ইন্ডিয়া