১৮টি সরকারি মেডিকেল কলেজে আসন বাড়লো
currentnews
এ বছরই ভর্তির সুযোগ পাবেন আরো ২৮২ শিক্ষার্থী। ১৮টি সরকারি মেডিকেল কলেজে আসন বাড়লো।
চিকিৎসক হওয়ার স্বপ্ন কার না থাকে। প্রতি বছর লাখো শিক্ষার্থী চিকিৎসক হওয়ার প্রতিযোগিতায় সামিল হন। সবার লক্ষ থাকে সরকারি মেডিকেলে চিকিৎসাবিদ্যায় ভর্তি হওয়া।
সারা দেশে সরকারি মেডিকেল কলেজ ৩৬টি। এসব কলেজে প্রতি বছর ৪ হাজার ৬৮ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। এবার সুনামগঞ্জে চালু হচ্ছে আরো একটি মেডিকেল কলেজ।
ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ মেডিকেলসহ বিভাগীয় সব হাসপাতালে আসন ছিল ২২০টি করে। এবার এ সব মেডিকেলে যুক্ত হলো আরো ১০ থেকে ২০টি আসন। সবচেয়ে বেশি ২৫টি আসন বাড়ানো হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলে।
তবে চাহিদার তুলনায় একে অপ্রতুল বলেছেন চিকিৎসকেরা। তারা বিষয়টিকে স্বাগত জানিয়ে বলছেন, প্রাইভেট মেডিকেল না বাড়িয়ে সরকারি মেডিকেলে আসন ও মান বাড়ালে দক্ষ চিকিৎসক তৈরিতে সহায়ক হবে।
অনেক সরকারি মেডিকেলে এখনো শিক্ষক, অবকাঠামোসহ নানা সংকট আছে। ফলে আসন বাড়ানোর পাশাপাশি মান বাড়ানোর তাগিদ দিচ্ছেন চিকিৎসা শিক্ষা বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সরকারি মেডিকেলে কলেজের সংকট চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।