মায়ের সামনে ভ্যানচাপায় মারা গেল ছেলে
currentnews
ব্যাটারিচালিত ভ্যানচাপা পড়ে পাবনার সুজানগরে আব্দুল্লাহ হেল সাফী (৫) নামের এক শিশু প্রাণ হারিয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সুজানগর পৌর সদরের ভবানীপুর-হাসপাতালপাড়া সড়কে মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শিশুটি তার মায়ের সঙ্গে তাদের নিজ বাড়ির সামনে ভ্যানের জন্য অপেক্ষা করছিল। ব্যাটারিচালিত একটি ভ্যান আসার পর শিশুটি তাতে উঠতে যায়। এ সময় পাবনা শহরের দিক থেকে আসা আরেকটি ব্যাটারিচালিত ভ্যান তাকে চাপা দেয়। এতে শিশু সাফী গুরুতর জখম হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহ হেল সাফীকে মৃত ঘোষণা করেন।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুজ্জামান বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।