ঐতিহাসিক ৭ মার্চ আলোচনা সভা করবে বিএনপি
currentnews
বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে আগামী রোববার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করেছে।
শনিবার (৬ মার্চ) সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য জেড খান মো. রিয়াজউদ্দীন নসু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সভা পরিচালনা করবেন জাতীয় কমিটির সদস্য সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
গত ২৭ ফেব্রুয়ারি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি উপলক্ষে রাজধানীর গুলশানের একটি মিলনায়তনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একাত্তরের ৭ মার্চ শেখ মুজিবুর রহমানের ভাষণ অবশ্যই ইতিহাস।
তিনি বলেন, ‘আমরা শুধু ৭ মার্চ নয়, ২ মার্চ, ৩ মার্চ পালন করছি। ২ মার্চ প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন আ স ম আবদুর রব। এটা স্বাধীনতার ইতিহাসের অংশ। ৩ মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছেন শাজাহান সিরাজ। এটাকে অস্বীকার করবো কী করে?’